এ দেশে যারা ফুটবল চালায় তাদের কোনো আক্কেল জ্ঞান নেই- ম্যারাডোনা। বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ২১, ২০২১ আন্তর্জাতিক, খেলাধুলা শেয়ার করুন বন্ধুদের সাথে বিশ্ব এখন করোনা আতঙ্কে কাঁপছে। আর্জেন্টিনাতেও করোনা আতঙ্কের কোনো কমতি নেই। কিন্তু করোনা আতঙ্কের মধ্যেই চলছে সেখানে লিগের সব খেলা। দর্শকশূন্য মাঠেও সোমবার সেখানে খেলা হয়েছে। করোনায় আক্রান্ত দু’জন মৃত্যুর পরেও সেখানে খেলা চালানোয় অনেকে ক্ষুব্ধ। করোনার সংক্রমণ বিস্তারের ঝুঁকি নিয়ে এভাবে খেলা চালিয়ে যাওয়ায় দেশের ফুটবল প্রশাসনকে বেআক্কেল বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তি এ ফুটবলার বলেন, এ দেশে যারা ফুটবল চালায় তাদের কোনো আক্কেল-জ্ঞান নেই। অনেক মানুষও দেখছি এ নিয়ে মজা করছে। কেউই সচেতন নয়। একটি দেশকে পনেরো মিনিটে শিক্ষিত করা খুবই কঠিন। Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...