ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ৬৮৩ জনের মৃত্যু বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ২১, ২০২১ আন্তর্জাতিক, স্বাস্থ শেয়ার করুন বন্ধুদের সাথে ইতালিতে দিনকে দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৫০৩। বুধবার (২৫ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭৪ হাজার ৩৮৬। ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। এরপর তিনে রয়েছে চীন। এরপর রয়েছে ইরান। এদিকে বিশ্বজুড়ে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫২ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার। বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০ সূত্র- বাংলানিউজ২৪ Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...