করোনা ভাইরাসে উদ্বিগ্ন সাকিব আল হাসান। বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ২৩, ২০২১ জাতীয় শেয়ার করুন বন্ধুদের সাথে করোনা ভাইরাসের কারণে পৃথিবী জুড়ে চলছে আতঙ্ক। চীনের সাথে অনেকেই যোগাযোগ বন্ধ করে দিয়ছে। বন্ধ করে দিয়েছে ব্যাবসা বাণিজ্য। বাংলাদেশেও এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে কোনো পণ্য চীনে যাচ্ছে না। এমনকি চীন থেকেও কোনো পণ্য আসার ক্ষেত্রে নেয়া হচ্ছে অতিরিক্ত সতর্কতা। বাংলাদেশের সাতক্ষিরাতে আছে সাকিবের বিশাল এক কাকড়া খামার। চীনই একমাত্র দেশ যেখানে এই কাকড়া রফতানি করা হয়। করোনা ভাইরাসের কারণে চীন সকল প্রকার আমদানি বন্ধ করে দেয়। গত দু বছরে চীনে ৪০০ মেট্রিক টন কাকড়া রফতানি করা হয়েছিলো। বর্তমানে রফতানি নেই তাই ধ্বস নেমেছে কাকড়া ব্যবসায়। বিশাল এক ক্ষতির সম্মুখীন সাকিব আল হাসান। দেশীয় বাজারে কাকড়ার চাহিদা উৎপাদনের তুলনায় কম। যে কাকড়া বিক্রি হতো ২০০০ টাকা কেজিতে সেটি এখন বিক্রি হচ্ছে মাত্র ৩০০-৪০০ টাকায়। Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...