ত্রাণ দিলেন, ছবি তুললেন এরপর কেড়ে নিলেন সেই ত্রাণ। বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ২৮, ২০২১ জাতীয়, স্বাস্থ শেয়ার করুন বন্ধুদের সাথে গতকাল দুপুরে চট্রগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। ২৬টি পরিবারকে ত্রাণ দিয়ে ছবি তোলার পর তা কেড়ে নেওয়ার অভিযোগ উঠে হাটহাজারীর এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রতিবাদ করায় চেয়ারম্যান ও তার লোকজনের হাতে মারধরের শিকার হয় অসহায় পরিবারগুলো। হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত অভিযুক্ত নুরুল আবছার। এছাড়াও তার বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ এবং নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, মির্জাপুরের চেয়ারম্যান ত্রাণের কথা বলে লোকজনকে পরিষদে নিয়ে যান। তাদের ত্রাণ দেওয়ার পর তা আবার কেড়ে নেন। অসহায় ২৬টি পরিবারের লোকজন উপজেলা পরিষদে এসে কান্নাকাটি করতে থাকেন। পরে সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণ দেওয়া হয়। Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...