বাংলাদেশে আটটি রং ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ করলো বিএসটিআই। বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ২৩, ২০২১ রূপচর্চা, স্বাস্থ শেয়ার করুন বন্ধুদের সাথে বাংলাদেশে বর্তমানে চালু থাকা ৮টি রং ফর্সাকারী ক্রিমের ভেতর ক্ষতিকারক মাত্রায় পারদ (মার্কারি) এবং পারদ ও হাইড্রোকুইনোন পাওয়া গেছে বিধায় সেগুলো নিষিদ্ধ করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যম এসব ব্রান্ডের পণ্য ক্রয় করে তা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে ৬টি পণ্যের মধ্যে বিপজ্জনক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ (মার্কারি) আর ২টি পণ্যের মধ্যে পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি এবং বিতরণ বন্ধের নির্দেশ দিয়েছে বিএসটিআই। একই সঙ্গে অনুমোদনহীন এসব ক্রিম ব্যবহার না করার জন্য ক্রেতাদেরও আহবান জানিয়েছে। এসব পণ্য ব্যবহার করলে বিভিন্ন ধরণের চর্মরোগসহ জটিলতার সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। বিএসটিআই যেসব পণ্য নিষিদ্ধ করেছে, সেগুলো হলো: গোরি কসমেটিকস লিমিটেডের গৌরি এস জে এন্টারপ্রাইজের চাঁদনী কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস ক্রিয়েটিভ কসমেটিকস (প্রাঃ) লিমিটেডের ডিউ গোল্ডেন পার্ল কসমেটিকসের গোল্ডেন পার্ল পুনিয়া ব্রাদার্সের ফাইজা নুর গোল্ড কসমেটিকসের নুর হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...