রহস্যময় বাজ পাখিঃ যে পাখি কখনই বৃদ্ধ হয়না! বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ২৩, ২০২১ জানা অজানা শেয়ার করুন বন্ধুদের সাথে বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে ! কিন্তু ৪০ বছর আসতেই তাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় ! ওই সময় তার শরীরের তিনটি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে ! ১. থাবা (পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়। শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়। ফলে খাবার খুটে বা ছিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ৩. ডানা ভারী হয়ে যায়। এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন উড়ান সীমিত হয়ে যায়। ফলস্বরুপ শিকার খোজা, ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে। তার কাছে তখন তিনটি পথ খোলা থাকে। . ১. আত্নহত্যা ২. শকুনের মত মৃতদেহ খাওয়া ৩. নিজকে পুনরস্থাপিত করা। . সে একটি উচু পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে বাসা বাঁধে। শুরু করে নতূন প্রচেষ্টা। সে প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে যন্ত্রণা আর হয় না। একইরকম ভাবে নখ গুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতূন নখ ও ঠোঁট গজানোর। নখ ও ঠোঁট গজালে সে তার ডানার সমস্ত পালক গুলো ছিড়ে ফেলে। কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতূন পালকের। দীর্ঘ ১৫০ দিনের যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন করে পায়। পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা। এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা নিয়ে। লেখাঃ সংগৃহীত। Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...