‘৯ বার বিদ্যুতের দাম বাড়িয়ে ভয়াবহ জুলুম চালাচ্ছেন লুটেরা শাসকরা’ বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ২৩, ২০২১ জাতীয় শেয়ার করুন বন্ধুদের সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ মানুষের নাভিঃশ্বাস দশার কথা বিবেচনা না করে আবার সরকার বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়িয়ে গ্রাহকদের পকেট থেকে বছরে দুই হাজার কোটি টাকা লুটে নেবে আওয়ামী সিন্ডিকেট। তিনি বলেন, এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী সরকারের আমলে ৯ বার বিদ্যুতের দাম বাড়ানো হলো। যখন ইচ্ছা বিদ্যুতের দাম বাড়াতে পারবে সরকার’ এই স্বেচ্ছাচারি আইন মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে জনগণের ওপর ভয়াবহ জুলুম চালাচ্ছেন এই লুটেরা শাসকরা। রিজভী আরো বলেন, জনগণকে শোষণ করে আওয়ামী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাণিজ্য মন্দা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের মধ্যেই দেশে সবপর্যায়ে বিদ্যুতের পাইকারি ও খুচরামূল্য বাড়নোর একমাত্র কারণহলো লুটপাট। শুক্রবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে রিজভী এসব কথা বলেন। Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...