আগামী মাসেই (২৯ এপ্রিল) ধ্বংস হতে পারে মানবসভ্যতা: নাসা

ধ্বংস হতে পারে মানবসভ্যতা

পৃথিবী ধ্বংস হতে পারে। এই খবর মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। তবে এবার সতর্ক করল মার্কিন গবেষণা সংস্থা নাসা। মহাকাশে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে পারে। তা ঘটলে কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা।

ব্রিটেনের এক্সপ্রেস নিউজ-এর খবর অনুযায়ী, নাসা জানিয়েছে, এই গ্রহাণুটি আয়তনে ৪ কিলোমিটার। প্রতি ঘণ্টায় ৩১ হাজার ৩২০ কিমি গতিতে এগিয়ে আসছে। এই গতিতে এগিয়ে আসতে থাকলে ২৯ এপ্রিল পৃথিবীর কাছে চলে আসবে।

নাসা জানিয়েছে, পৃথিবীর খুব কাছে আসবে গ্রহাণুটি। কোনওভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে গোটা মানবসভ্যতা কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, প্রতি ১০০ বছরে ৫০ হাজারের মধ্যে ১ বার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে মানবসভ্যতা শেষ হয়ে যাবে।

ইন্টারন্যাশনাল গ্রুপ অব অ্যাস্ট্রোনমারস-এর সদস্য ব্রুস বেটস-এর কথায়, ‘ছোট ছোট গ্রহাণু মাঝে মাঝে পৃথিবীর কাছে আসে। অ্যাটমোস্ফিয়ারেই ধ্বংস হয়ে যায় সেগুলো। কিন্তু এই গ্রহাণুটি বড়।’

২০১৮ সালেও একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়।

এই মুহূর্তে গ্রহাণুটি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটা, তার চেয়ে ১৬ গুণ বেশি দূরে রয়েছে পৃথিবী থেকে। ব্রেটস-এর কথায়, ‘কিছু গ্রহাণু পৃথিবীর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। তবে সেগুলোর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা কম।’

সূত্র: নিউজ১৮

কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ
জাতীয় জানা অজানা

আজ থেকে যাত্রা শুরু করেছে কক্সবাজার-সেন্টমার্টিন এর সরাসরি জাহাজ

এখন থেকে আর টেকনাফ হয়ে নয়, আপনি সরাসরি কক্সবাজার থেকেই সমুদ্রপথে যেতে পারবেন সেন্টমার্টিন দ্বীপ। কর্ণফুলি এক্সপ্রেস নামের এ জাহাজে করে মাত্র ৪-৫ ঘন্টাতেই সমুদ্র পথে আপনি চলে যেতে পারবেন সেন্ট মার্টিন। আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো ৫৮২ জন যাত্রী ধারণ ক্ষমতার এ জাহাজটি সমুদ্রযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বৃহস্পতিবার দুপুর ২ টায় ‘সমুদ্র […]

Read More
রহস্যময় বাজ পাখি
জানা অজানা

রহস্যময় বাজ পাখিঃ যে পাখি কখনই বৃদ্ধ হয়না!

বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে ! কিন্তু ৪০ বছর আসতেই তাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় ! ওই সময় তার শরীরের তিনটি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে ! ১. থাবা (পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়। শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়। ফলে খাবার খুটে […]

Read More