
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, উন্নত দেশগুলোতে মানুষের ভোট দেওয়ার হার কম থাকে। বাংলাদেশও উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।
শনিবার বনানীতে নিজ নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এসব কথা বলেন আতিকুল ইসলাম। তিনি বলেন, ভোটার সংখ্যা আরও বেশি আসলে ভালো লাগতো। কিন্তু শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় অনেকেই ঢাকার বাইরে গেছে, এটাই বাস্তবতা।
নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আতিকুল ইসলাম বলেন, আমি মনেকরি অংশগ্রহণমূলক ভোট হয়েছে। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী। ফলাফল যেটা হবে সেটাই মেনে নেব। একদল হারবে, একদল জিতবে এটাই নিয়ম।