আপনি যতো বুদ্ধিমান ততো বেশি নিঃসঙ্গ! বলছে গবেষণা

আপনি নিঃসঙ্গ

আপনাকে প্রায়ই শুনতে হয় আপনি বোকা? বুদ্ধি কম বলে অনেকেই হাসাহাসি করে? মাঝে মাঝে নিজের বোকামিতে নিজেই লজ্জা পান?

এ নিয়ে ভাববেন না। আপনি বুদ্ধিমানদের চেয়েও অনেক হ্যাপি। এক সমীক্ষায় দেখা গেছে যে, যারা যতো বেশি বুদ্ধিমান তারা ততো বেশি নিঃসঙ্গ জীবন যাপন করেন।

মূলত বুদ্ধিমানরা একা থাকতেই বেশি পছন্দ করেন। এ তথ্য পাওয়া গেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের একটি সমীক্ষায়। প্রায় ১৫ হাজার এবং যাদের বয়স ১৮ থেকে ২৮ বছর তাদের এ নিয়ে

এ গবেষনা চালানো হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, যারা অনেক মানুষের সঙ্গ পছন্দ করেন না তারা অন্যদের তুলনায় একটু বেশি বুদ্ধিমান। তারা একা থাকার মধ্যেই বেশি আনন্দ পেয়ে থাকেন।

এর পেছনে নানান কারণ থাকতে পারে। তবে ধারণা করা হচ্ছে, নিজেদের জীবনের লক্ষ অর্জনের উদ্দেশ্যে তারা নিজেদেরকে বেশি সময় দেন এবং সময় যেনো কোনোভাবে নস্ট না হয় সেজন্য একা থাকতে পরছন্দ করেন।

স্বামী-স্ত্রীর ঝগড়া
লাইফস্টাইল

সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে স্বামী-স্ত্রীর ঝগড়া পরিহার করা উচিত

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্বামী ও স্ত্রীর ঝগড়াঝাটি, ডিভোর্স, সেপারেশন পরিহার করে চলা উচিত। কারণ সন্তানের জন্য মা-বাবা উভয়কেই প্রয়োজন। আপনি যদি ভেবে থাকেন– আপনার টাকা-পয়সা আত্মীয়স্বজনের অভাব নেই। আপনি একাই চলতে পারবেন। হ্যাঁ, সেটি হয়তো সম্ভব হবে, তবে তা আপনার একার জন্য; কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয় আপনার সন্তানের জন্য। কারণ সন্তানের জন্য মা, […]

Read More
মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম
লাইফস্টাইল স্বাস্থ

জেনে নিন, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম

সাধারণত আমরা যে মাস্ক ফার্মেসি থেকে কিনে ব্যবহার করে থাকি সেটিকে সার্জিক্যাল মাস্ক বলা হয়। অনেকেই আমরা জানি না এই মাস্ক কিভাবে ব্যবহার করতে হয়? সুস্থতা এবং অসুস্থতা ভেদে এই মাস্কের ব্যবহার ভিন্ন রকমের হয়ে থাকে। সুস্থ থাকলে : শুধু দূষণ থেকে রক্ষার জন্য মাস্কটির সাদা রংয়ের অংশটি সামনে রেখে পরতে হবে। অসুস্থ হলে : […]

Read More