
আপনাকে প্রায়ই শুনতে হয় আপনি বোকা? বুদ্ধি কম বলে অনেকেই হাসাহাসি করে? মাঝে মাঝে নিজের বোকামিতে নিজেই লজ্জা পান?
এ নিয়ে ভাববেন না। আপনি বুদ্ধিমানদের চেয়েও অনেক হ্যাপি। এক সমীক্ষায় দেখা গেছে যে, যারা যতো বেশি বুদ্ধিমান তারা ততো বেশি নিঃসঙ্গ জীবন যাপন করেন।
মূলত বুদ্ধিমানরা একা থাকতেই বেশি পছন্দ করেন। এ তথ্য পাওয়া গেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের একটি সমীক্ষায়। প্রায় ১৫ হাজার এবং যাদের বয়স ১৮ থেকে ২৮ বছর তাদের এ নিয়ে
এ গবেষনা চালানো হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, যারা অনেক মানুষের সঙ্গ পছন্দ করেন না তারা অন্যদের তুলনায় একটু বেশি বুদ্ধিমান। তারা একা থাকার মধ্যেই বেশি আনন্দ পেয়ে থাকেন।
এর পেছনে নানান কারণ থাকতে পারে। তবে ধারণা করা হচ্ছে, নিজেদের জীবনের লক্ষ অর্জনের উদ্দেশ্যে তারা নিজেদেরকে বেশি সময় দেন এবং সময় যেনো কোনোভাবে নস্ট না হয় সেজন্য একা থাকতে পরছন্দ করেন।