ইভটিজার ধরতে সাধারণ নারী সেজে পুলিশের অভিনব ফাঁদ

ইভটিজার

রাস্তাঘাটে প্রায়ই বখাটেদের হয়রানীর স্বীকার হয় নারীরা। তাই বখাটেদের ধরার জন্য সাদা পোশাকে নারী সদস্যদের রাস্তায় নামিয়ে ফাঁদ পেতেছেন ভারতের মানিকতলা থানা।

গত বৃহস্পতিবার থেকে কয়েকটি দলে ভাগ হয়ে এ অভিযান শুরু করেন তারা। সেখানকার এক কর্মকর্তা জানান, বর্তমানে মানিকতলার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিংমল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং

উল্টোডাঙ্গা মেইন রোডে বিকেলের পর থেকেই রাস্তায় নেমে পড়েছে নারী পুলিশ বাহিনী। এবং তাদের সহযোগীতা করছে মানিকতলা থানার পুরুষ কর্মীরা।

রাস্তার বখাটেদের ধরতে সাদা পোশাকে নারী সদস্যদের রাস্তায় নামিয়ে ফাঁদ পেতেছে ভারতের মানিকতলা থানা। বৃহস্পতিবার থেকে কয়েকটি দলে ভাগ হয়ে এই অভিযান শুরু করেন তারা।

লালবাজারের এক কর্মকর্তা জানান, আপাতত মানিকতলা থানার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিংমল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং উল্টোডাঙা মেইন রোডে বিকেলের পর থেকেই রাস্তায় নেমে পড়ছে ওই নারী পুলিশ বাহিনী। তাদের সহযোগিতা করছেন থানার পুরুষ কর্মীরা।

মানিকতলা থানার পুলিশ সূত্রের খবর, নারী কর্মীরা সাদা পোশাকে সাধারন নারীদের মতো জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকছেন এবং কিছুটা দূরে থাকছেন থানার অন্য পুরুষ কর্মীরা।

কোনো ব্যক্তি ওই নারী কর্মীদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলে বা তাদের দেখে কটূক্তি করলেই অন্য পুলিশকর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে আটক করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

করোনা ভাইরাস
আন্তর্জাতিক

মাস্কে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনা ভাইরাস

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে আমরা একের পর এক পন্থা অবলম্বন করে যাচ্ছি। সাবান দিয়ে হাত ধোয়া, গ্লভসের ব্যবহার এমনকি অনেকেকে ডাক্তার না হয়েও পিপিই পরে ঘুড়তে দেখা যায়। এছাড়াও সবাই এখন মাস্ক ব্যবহার করছে। মাস্ককে আপাতত সবাই নিরাপদ মনে করছে। কিন্তু হংকং এর একটি বিজ্ঞানী গবেষনায় উঠে এলো ভিন্ন চিত্র। তারা বলছে মাস্কে সাতদিন পর্যন্ত […]

Read More
ইতালি মৃত
আন্তর্জাতিক স্বাস্থ

ইতালিতে করোনা ভাইরাসে আরও ৬৬২ মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে  ৮ হাজার ১৬৫ জনের। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে  ৬ হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি […]

Read More
চীনা সামগ্রী
আন্তর্জাতিক

চীন থেকে ‘ভালোবাসার নৌকা’ করে এসেছে করোনা শনাক্তকরণ কিট-পিপিই

চীন থেকে করোনাভাইরাস শনাক্তের কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুনমিং থেকে বিশেষ এক প্লেনে কিটগুলো এসে পৌঁছায়।। যার গায়ে লেখা- ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’। এর আগে চীনা দূতাবাস জানিয়েছিল, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে করে কিট ও […]

Read More