
করোনা ভাইরাস এর চিকিৎসায় এবার যুক্ত হল নাচ ও গান। চিনের উহানের একটি বেসরকারি হাসপাতালে নোবেল করোনাভাইরাস এ আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি গান ও নাচের মাধ্যমে হাত পা নাড়িয়ে বিশেষ এক ধরনের চিকিৎসা শুরু করা হয়। চীনে করোনাভাইরাস এ আক্রান্ত রোগীদের মানসিকভাবে চাঙ্গা করতে এ বিশেষ উদ্যোগ নেয়া হয়।হাসপাতালের চিকিৎসকরা এ নাচের বাবস্তা করেছে। গানে গানে হাত পা নাড়াছেন এই হাসপাতালের আক্রান্ত রোগীরা। নিরাপত্তার জন্য চিকিৎসক কর্মকর্তারা গ্লোভস ও মাস্ক ব্যাবহার করে থাকেন।
চীনে প্রতিদিনই বেড়ে চলছে আক্রান্ত রোগীর সংখ্যা । রোগীরা যেন মানসিকভাবে ভেঙ্গে না পড়েন সে জন্য এই ব্যবস্তার আয়োজন করা করা হয়েছে। আক্রান্ত রোগীরা এই ব্যবস্তাকে ইতিবাচক হিসেবে নিয়েছে।