
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের কেউ যেন বেশি মাতব্বরি না করেন, সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন, ‘তাঁরা বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ইসির সঙ্গে কথা বলেছেন। তাঁরা বলেছেন, পর্যবেক্ষকেরা যেন নিয়মনীতি, বিধিনিষেধে মেনে চলেন। অনেকে সময় অনেক কথা বলেন, যাতে মনে হয় এটি দেশের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ।’
তিনি আরো বলেন, ‘বিদেশি কূটনীতিকদের ব্যাপারে যে নিয়মনীতি, সেটি তাঁদের এদেশীয় কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। রাষ্ট্রদূতদের অনেক সম্মান করা হয়। কিন্তু এর সুযোগ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি যেন কেউ না করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। তাঁরা চান নির্বাচন যাতে সুষ্ঠু হয়। সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই আছে।