
ল্যাবএইড হাসপাতাল: চীন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা-ভাইরাস সংক্রমণের কারণে আতংক তৈরি হয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবর এসেছে।
আক্রান্তের সংখ্যাও কয়েক হাজার। সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তা জাপান, থাইল্যান্ড, হংকং, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়িয়েছে।
নভেল করোনা ভাইরাস (২০১৯-nCOV) ভাইরাসের সপ্তম বৃহৎ প্রজাতি। মূলত এটি শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। পাশাপাশি আরও কিছু উপসর্গ আছে।
লিভার কিডনি উভয়ই আক্রান্ত হতে পারে। ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে।
তবে শেষ পর্যন্ত অরগ্যান ফেইলিওর বা অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, নিউমোনিয়া এবং মৃত্যু ঘটারও আশঙ্কা রয়েছে।
করোনা ভাইরাসের লক্ষণ-
আক্রান্ত হওয়ার পর ৫ দিন পর নিম্নোক্ত লক্ষণ দেখা দিতে পারে।
- শ্বাসকষ্ট
- ১০০ ডিগ্রি ফারেনহাইট জ্বর
- শুকনো কাশি
- শ্বাসপ্রশ্বাসের সমস্যা
- পেটের পীড়া
- পেটে জ্বালাপোড়া
করোনা ভাইরাস এর চিকিৎসা কী?
এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। রোগ প্রতিরোধের চিকিৎসাও নেই।
চিকিৎসকরা বলছেন:
- ভাইরাস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন
- বারবার হাত ধুয়ে পরিচ্ছন্ন থাকুন
- হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করাই ভালো
- ঘরের বাইরে গেলে সার্জিক্যাল মাস্ক পরুন