
করোনা ভাইরাসের কারণে পৃথিবী জুড়ে চলছে আতঙ্ক। চীনের সাথে অনেকেই যোগাযোগ বন্ধ করে দিয়ছে। বন্ধ করে দিয়েছে ব্যাবসা বাণিজ্য। বাংলাদেশেও এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বাংলাদেশ থেকে কোনো পণ্য চীনে যাচ্ছে না। এমনকি চীন থেকেও কোনো পণ্য আসার ক্ষেত্রে নেয়া হচ্ছে অতিরিক্ত সতর্কতা। বাংলাদেশের সাতক্ষিরাতে আছে সাকিবের বিশাল এক কাকড়া খামার।
চীনই একমাত্র দেশ যেখানে এই কাকড়া রফতানি করা হয়। করোনা ভাইরাসের কারণে চীন সকল প্রকার আমদানি বন্ধ করে দেয়। গত দু বছরে চীনে ৪০০ মেট্রিক টন কাকড়া রফতানি করা হয়েছিলো।
বর্তমানে রফতানি নেই তাই ধ্বস নেমেছে কাকড়া ব্যবসায়। বিশাল এক ক্ষতির সম্মুখীন সাকিব আল হাসান। দেশীয় বাজারে কাকড়ার চাহিদা উৎপাদনের তুলনায় কম। যে কাকড়া বিক্রি হতো ২০০০ টাকা কেজিতে সেটি এখন বিক্রি হচ্ছে মাত্র ৩০০-৪০০ টাকায়।