করোনা ভাইরাস থেকে বাঁচতে যা যা করবেন-

করোনা ভাইরাস
  • ঘরের বাইরে এবং সম্বভ হলে ঘরেও মাস্ক ব্যবহার করুন।
  • পাবলিক বাস এড়িয়ে চলার চেস্টা করুন।
  • প্রচুর পরিমানে ফলের রস এবং পানি পান করুন
  • বাইরে থেকে ঘরে আসলে অবশ্যই ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
  • খাবার খাওয়ার পূর্বে ভালো করে সে খাবার ধুয়ে নিন।
  • রান্না করার পূর্বে ভালো করে সেটি ধুয়ে নিন।
  • ডিম কিংবা মাংস রান্নার ক্ষেত্রে আধা সিদ্ধ করবেন না। পুরোপুরি সিদ্ধ করে নিন।
  • কাপড় ময়লা রাখবেন না। থাকলে দ্রুত ধুয়ে ফেলুন।
  • আপনার আশপাশ নিয়মিত পরিস্কার রাখুন। বিছানা গোছানো এবং পরিস্কার রাখুন।
  • সুরক্ষিত থাকতে সব সময় চেস্টা করবেন মাস্ক ব্যবহার করতে।
  • অযথা ঘড়ের দরজা কিংবা জানালা খুলে রাখবেন না।

14,539 thoughts on “করোনা ভাইরাস থেকে বাঁচতে যা যা করবেন-