
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আবু তালেব নামের এক চাষীর ১২০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পড়াশোনা শেষ করে চাকরী না পেয়ে শুরু করেছিলেন কলা চাষ।
শনিবার রাতে দুর্বৃত্তরা তার এ ক্ষতি করে। এতে তার ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়। আবু তালেব সরদার মৃত তাহের সরদারের ছেলে। ক্ষতিগ্রস্থ আবু তালেব সরদার বলেন,
লেখাপড়া শেষ করে কোনো চাকরি না পেয়ে পৈতৃক সূত্রে পাওয়া কুটুরিপাড়া মাঠে ১০ শতক জমিতে ১২০টি কলাগাছ লাগাই। প্রতিটি কলাগাছে বড় বড় সাইজের কলা ধরেছে।
কলাগুলো বাজারে বিক্রি করলে ৭০-৮০ হাজার টাকা পেতাম। কিন্তু শনিবার রাতে বাগানের ৮০টি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। বাকি ৪০টি গাছের কলা কেটে মাটিতে ফেলে রেখে যায় তারা।
তিনি আরও বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কারা এমন কাজ করেছে আমি জানি না।
আমার এতদিনের স্বপ্ন শেষ করে দিল তারা। এসব কথা বলে অঝোরে কেঁদে ফেলেন আবু তালেব।