
ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যান থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১৪)।
এসময় তিনজন মাদকবিক্রেতাকে আটক করেন র্যাব। পিকআপ ভ্যানটি মুরগির খাঁচা বহনকারী ছিলো।
আটককৃতরা হলেন- কবির আহমেদ (৩৩), আব্দুল খালেক (৪২) ও মোহাম্মাদ আকাশ (১৫)
২৬ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার বুধন্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যার দিকে এক প্রেস বিজ্ঞতিতে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ।
চন্দন দেবনাথ জানান, মহাসড়কের বুধন্তী বাজার এলাকায় র্যাবের একটি দল ক্যাম্প স্থাপন করে গাড়ি তল্লাশি করছিল।
এ সময় মুরগির খাঁচা বহনকারী একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৩৫,৮০০ টাকা জব্দ করা হয়।
এবং পিকআপভ্যানে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।