পিকআপ ভ্যানে মুরগির খাঁচা থেকে গাঁজা জব্দ, আটক ৩

গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যান থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১৪)।

এসময় তিনজন মাদকবিক্রেতাকে আটক করেন র‍্যাব। পিকআপ ভ্যানটি মুরগির খাঁচা বহনকারী ছিলো।

আটককৃতরা হলেন- কবির আহমেদ (৩৩),  আব্দুল খালেক (৪২) ও মোহাম্মাদ আকাশ (১৫)

২৬ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার বুধন্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যার দিকে এক প্রেস বিজ্ঞতিতে বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ।

চন্দন দেবনাথ জানান, মহাসড়কের বুধন্তী বাজার এলাকায় র‍্যাবের একটি দল ক্যাম্প স্থাপন করে গাড়ি তল্লাশি করছিল।

এ সময় মুরগির খাঁচা বহনকারী একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৩৫,৮০০ টাকা জব্দ করা হয়।

এবং পিকআপভ্যানে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়

ছাত্রলীগ নেতার গুলীতে আওয়ামী লীগ নেতা গুরুতর আহত ।

আধিপত্য বিস্তার কে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে সংঘর্ষের জের ধরে একজন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ বাহার উদ্দিন (৪৫) বাটইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।মঙ্গলবার সকালে ছিন্নদ্রি গ্রামের চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে তিনি নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।  হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ বাহার উদ্দিন অভিযোগ করে বলেন দলীয় […]

Read More
অগ্রনী ব্যাংক
জাতীয়

অগ্রণী ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, প্রিন্সিপাল শাখা বন্ধ

একজন কর্মকর্তা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, আমাদের একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রিন্সিপাল শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া কর্মকর্তা […]

Read More
নদীতে ডুবে গেল
জাতীয়

নদীতে ডুবে গেল ১০ টাকা কেজির ৪০০ বস্তা চাল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা (১২ টন) সরকারি চালসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্পিডবোড ঘাটের সামনে এই নৌকাডুবির ঘটনা ঘটে। চালগুলো নবীনগর উপজেলা খাদ্যগুদাম থেকে ডিলার জিয়াউদ্দিন দুটি নৌকা যোগে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে নিয়ে যাচ্ছিলেন। উপজেলা সদরের স্পিডবোড ঘাটের সামনে তিতাস নদীতে এসে নৌকাটি […]

Read More