
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিনা কারনে আড্ডারত ও চায়ের দোকানে আড্ডারত ১০ জনকে ১০০ বার কান ধরে উঠা বসা এবং কয়েকজন যুবককে ৫০০ করে বুক ডাউন শাস্তি দিয়েছে সেনা সদস্যরা।
করোনাভাইরাস মোকাবিলায় মঙ্গলবার থেকে সারা দেশে জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী।
সোমবার বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন।
ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবিলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশও কাজ করছে।