চীন থেকে ‘ভালোবাসার নৌকা’ করে এসেছে করোনা শনাক্তকরণ কিট-পিপিই

চীনা সামগ্রী

চীন থেকে করোনাভাইরাস শনাক্তের কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুনমিং থেকে বিশেষ এক প্লেনে কিটগুলো এসে পৌঁছায়।। যার গায়ে লেখা- ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

এর আগে চীনা দূতাবাস জানিয়েছিল, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে করে কিট ও মেডিকেল সরঞ্জামাদি আসছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছাবে।

বিমানবন্দরে চীনা দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি বাংলাদেশ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

চীন থেকে আসা এসব মেডিকেল সরঞ্জামের মধ্যে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১ হাজার থার্মোমিটার।

সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসাসামগ্রী সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী এসেছে।

এর আগে, প্রথম দফায় বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল চীন।

One thought on “চীন থেকে ‘ভালোবাসার নৌকা’ করে এসেছে করোনা শনাক্তকরণ কিট-পিপিই”

  1. Pingback: 3disrespectful

Comments are closed.

করোনা ভাইরাস
আন্তর্জাতিক

মাস্কে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনা ভাইরাস

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে আমরা একের পর এক পন্থা অবলম্বন করে যাচ্ছি। সাবান দিয়ে হাত ধোয়া, গ্লভসের ব্যবহার এমনকি অনেকেকে ডাক্তার না হয়েও পিপিই পরে ঘুড়তে দেখা যায়। এছাড়াও সবাই এখন মাস্ক ব্যবহার করছে। মাস্ককে আপাতত সবাই নিরাপদ মনে করছে। কিন্তু হংকং এর একটি বিজ্ঞানী গবেষনায় উঠে এলো ভিন্ন চিত্র। তারা বলছে মাস্কে সাতদিন পর্যন্ত […]

Read More
ইতালি মৃত
আন্তর্জাতিক স্বাস্থ

ইতালিতে করোনা ভাইরাসে আরও ৬৬২ মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে  ৮ হাজার ১৬৫ জনের। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে  ৬ হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি […]

Read More
চীন
আন্তর্জাতিক

মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চীনের ভালোবাসা বাংলাদেশে এসে ল্যান্ড করবে।

চীন বাংলাদেশের জন্য চীনের জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনের উদ্যোগে চীনা দূতাবাসের সহায়তায় ৩০,০০০ টেস্টিং রিএজেন্ট ইক্যুইপমেন্ট , ৩০,০০০ N-95 মাস্ক এবং ২,৭০,০০০ সার্জিক্যাল মাস্ক সহ চীনের কিছু চিকিৎসক আর মাত্র কয়েক ঘন্টার ভিতরেই চীনা একটি বিমানে করে বাংলাদেশে এসে পৌঁছাবে। আজ সন্ধ্যা ৬ টায় চীনের এক বিশেষ বিমানে এই সরঞ্জামগুলো বাংলাদেশ এসে পৌঁছাবে।

Read More