
সম্পদের হিসাব জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেই সাথে তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক শামীম আহমেদ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার উদ্দেশ্যে রফিকুল আমীনকে কারাগার থেকে আদালতে আনা হয়। আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘সম্পদের বিবরণী জমা না দেওয়ার অভিযোগের মামলায় ডেসটিনির রফিকুল আমীনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।’
ডেসটিনি এমএলএম পদ্ধতিতে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করে। সেই সাথে ডেসটিনির কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমেও মানুষের কাছ থেকে বিপুল টাকা তোলা হয়। এই বিপুল অর্থের ৪ হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালে দুটি মামলা করে দুদক। এই মামলায় রফিকুল আমীন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন থেকে রফিকুল আমীন কারাগারে।