
মৃত ব্যাক্তির নাম আবদুল ওহাব দেওয়ান (৬২) তিনি ঢাকার ওয়ারির র্যাংকিং স্ট্রিটের বাসিন্দা। গত শুক্রবার গ্রামের বাড়িতে করোনাভাইরাসের কারণে ১০/১৫ জন দুঃস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ঢাকায় ফিরে হঠাৎ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হন।
করোনার উপসর্গ দেখা দিলেও তিনি এটি খুব একটা পাত্তা দেননি, যাননি হাসপাতালে। কিন্তু সোমবার সকাল ৭টার দিকে মারা যান ওহাব দেওয়ান।
মরদেহের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আইইডিসিআর। রাত ৯টার দিকে জানানো হয় ওহাব দেওয়ান করোনাভাইরাসে মারা গেছেন।