
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান,হাজী শরীয়তুল্লাহ হাইস্কুলে ‘জয়বাংলা স্লোগান’ দিয়ে একদল যুবক প্রবেশ করে। এসময় এলাকাবাসী ও পুলিশ যুবকদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। আজ সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত (ওসি) জামাল উদ্দিন মীর জানায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম লোকজন নিয়ে ওই কেন্দ্রে যাচ্ছিলেন। তখন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকাশ কুমার ভৌমিকের লোকজন তাকে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হট্টগোল বেধে যায়।
এখন পরিস্থিতি কিছুটা শান্ত।