
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ এখন গুরুতর চেহারা নিচ্ছে। আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ এখন তুমুল পর্যায়ে।
এরই মধ্যে মসজিদে আগুন দেয়া সহ, দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ সহ লুটপাটের ঘটনা ঘটছে। মুসলিমরা বলছে, বেছে বেছে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে।
পুলিশ সহ এ পর্যন্ত বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ২০-এ দাঁড়িয়েছে।
মুসলিমরা আরো বলছে, হামলাকারীরা তাদেরকে জয় শ্রী রাম বলতে বাধ্য করছে। কেউ জয় শ্রী রাম না বললে তাদের মারধর করা হচ্ছে।