
আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, যে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের একজন নারী ও দু’জন পুরুষ। আক্রান্ত নারীর বয়স ৩০ বছর।
পুরুষ দুজনের মধ্যে একজনের বয়স ৩০ বছর, অন্য জনের ৭০ বছর। ৭০ বছর বয়সী ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, এই তিন জনের সবার সঙ্গেই বিদেশের সংশ্লিষ্টতা রয়েছে। আক্রান্ত নারী ইতালি প্রবাসী একজনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।
এছাড়া, একজন পুরুষের বয়স ত্রিশের কোঠায় এবং তার ইউরোপে বার্লিন ও রোম ভ্রমণের ইতিহাস রয়েছে।
অন্যজন বয়স ৭০-এর কোঠায় এবং তারও বিদেশ সংশ্লিষ্টতা রয়েছে বলে নাসিমা সুলতানা জানান।