
পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ (১ ফেব্রুয়ারি) সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির এজেন্টদের প্রসঙ্গে তিনি বলেন, “পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে অবস্থান করার সক্ষমতা থাকা উচিত।” “কেউ বললো বেরিয়ে যাও, আর তারা যদি বেরিয়ে যান তাহলে সেটা ম্যানেজ করা কঠিন”- বলেন সিইসি।