
হঠাৎ করেই আবারো সমস্যা দেখা দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
২৫ জানুয়ারি শনিবার রাত সোয়া এগারোটা থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুকের সকল নোটিফিকেশন।
ফেসবুক এপসের নোটিফিকেশনে বারে দেখাচ্ছে নো নোটিফিকেশন। এতে করে একটিভিটি ভালোভাবে বুঝা যাচ্ছে না।
এর আগেও ফেসবুকে নানা সমস্যা দেখা দিয়েছিলো। কিছুদিন আগেও ফেসবুকের কাভার ফটো নিয়ে ঝামেলা হচ্ছিলো।
কেউ কাভার ফটো আপলোড দিলে অন্য কারো হোমপেজে যাচ্ছিলো না।
এবার নতুন করে নোটিফিকেশনে সমস্যা দেখা দিলো। ফেসবুক কতৃপক্ষ এখনো এ বিষয়ে কিছু বলেনি। এখন দেখার বিষয় ফেসবুক কতৃপক্ষ তা কখন নাগাদ সমাধা করেন।