বাংলাদেশের পতাকা পাহাড়া দিচ্ছে লাহোরের সশস্র বাহিনী।

বাংলাদেশের পতাকা পাহাড়া

বাংলাদেশের সাথে পাকিস্তানের রয়েছে এক বিশাল দুরত্ব। এ দুরত্ব দুই দেশের সাথে ৭১ এর যুদ্ধের দুরত্ব। বাংলাদেশ অন্য যেকোনো দেশের বন্ধু হতে পারলেও পাকিস্তানের সাথে বন্ধুত্ব করা বলতে গেলে অসম্ভব।

দেশের অনেকে পাকিস্তানের সাপোর্ট করলেও এন্টি সাপোর্টার রয়েছে বহু। পাকিস্তানের বিপক্ষে থাকা যেনো দেশের প্রতি ভালোবাসার শামিল। পাকিস্তানে নিরাপত্তার অভাবে অন্য কোনো দেশ খেলতে যায় না।

সেই হিসাবে বাংলাদেশও পাকিস্তানকে বয়কট করে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু এবার বাংলাদেশ দল পাকিস্তানে গিয়েছে।

বাংলাদেশ দলকে পাকিস্তান দিচ্ছে কড়া নিরাপত্তা। বলতে গেলে বাংলাদেশের পতাকার যেনো কোনো ক্ষতি না হয় সেদিকে সজাগ পাকিস্তানের সশস্র বাহিণি।

ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের দুইজন সশস্র বাহিনীর পাহাড়াদার সজাগ দৃষ্টিতে বাংলাদেশের পতাকাকে পাহাড়া দিচ্ছে।

অনেকে মনে করছেন, এ যেনো বাংলাদেশের বিজয়। তাই এ নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার ঝড়।

 

14,864 thoughts on “বাংলাদেশের পতাকা পাহাড়া দিচ্ছে লাহোরের সশস্র বাহিনী।