
আজ সোমবার (২৭ জানুয়ারি) বাণিজ্য মেলার মেয়াদ আরো চার দিন বাড়িয়ে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
গত ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের কাউন্টডাউন অনুষ্ঠান উপলক্ষে মেলা একদিন বন্ধ ছিল।
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে। ব্যবসায়ীদের ক্ষতির কথা চিন্তা করে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ বাড়াতে প্রস্তাব পাঠায়।
এরই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মেলার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।