
আবারো বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় প্রথম স্থান অর্জন করলো ঢাকা। এয়ার কোয়ালিটির ইনডেক্স স্কোর দিয়ে এ তালিকা করা হয়। যেখানে ঢাকার বাতাসের কোয়ালিটি
সব দেশের চেয়ে খারাপ অবস্থানে আছে। এছাড়া পরবর্তী স্থানগুলোতে আছে যথাক্রমে-
- শেনজেং- চায়না,
- বিশকেক- কিরঘিস্থান,
- লাহোর- পাকিস্তান,
- ইয়াঙ্গুন- মায়ানমার,
- চিয়াং মাই- থাইল্যান্ডে,
- কোলকাতা- ইন্ডিয়া
- শাঙাই- চায়না,
- দিল্লি- ইন্ডিয়া,
- নুরসুলতান- কাজাকিস্তান।
এর আগেও কয়েকবার ঢাকা প্রথম অবস্থানে ছিলো। প্রতিনিয়ত বাতাসে ধুলাবালি মিশে নগর জীবনকে করছে দুর্বিষহ। যা সব বয়সী মানুষের স্বাস্থের জন্য খুবই ক্ষতিকর।
সোর্স-www.airvisual.com/world-air-quality-ranking