
ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ও আসামের প্রচলিত এক প্রকার পল্লীগীতি।
এ গানগুলোতে মূলত স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের পারিবারিক কথা বলা হয়ে থাকে। যারা ভাওয়াইয়া গান গেয়ে থাকে তাদের কন্ঠ থাকে অসাধারণ।
আমাদের প্রতিনিধির করা ভিডিওতে শুনুন উত্তরবঙ্গের বাউল “নিজাম উদ্দিন” এর কন্ঠে মন জুড়ানো ভাওয়াইয়া গান।