
ভারতে রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন বন্ধ করতে একটি খসড়া বিলের প্রস্তাব করেছে দেশটির স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার।
বর্তমানে ভারতে এসব বিজ্ঞাপনের ক্ষেত্রে জরিমানা সহ ৬ মাসের জেল অথবা যেকোনো একটি শাস্তির বিধান রয়েছে। নতুন এই খসড়া বিল অনুযায়ী ১০ লাখ টাকা জরিমানা কিংবা ২ বছরের জেল অথবা দুটি শাস্তির’ই বিধান রাখা হয়েছে। একই অপরাধ পরবর্তীতে করলে ৫০ লাখ টাকা জরিমানা এবং সেই সাথে ৫ বছরের জেল এই খসড়ার বিধানে রাখা হয়েছে।
স্বাস্থ ও পরিবার কল্যাণের একটি প্রতিবেদনে বলা হয়, এসব ক্রিমের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অথচ আকর্ষনীয় বিজ্ঞাপন দেখে মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।