
এক সপ্তাহ আগেও পেয়াজের দাম ছিলো ৭০-৮০ টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই হঠাৎ করে পেয়াজের বাজারে ধ্বস নেমেছে। আজকের বাজারে পেয়াজের পাইকারি দাম ২০ টাকা।
আজ ২৯ ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গা হাটের চিত্র এটি। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ভারত থেকে পেয়াজ আসার খবর শুনে পেয়াজের দামে এই ধ্বস নেমেছে।
প্রতিকেজি পেয়াজ এখন ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও নাখোশ কৃষকরা।
কৃষকরা বলছেন, পেয়াজে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিলো। গত বছরের ক্ষতি পুষিয়ে এবার লাভ করার আশায় ছিলো তারা।
তবে তারা কিছুটা শঙ্কায় ছিলো যে, পেয়াজের দাম সর্বোচ্চ ১০-১৫ টাকা কেজিতে কমতে পারে। কিন্তু এভাবে বাজারে ধ্বস নামবে তারা সেটা কল্পনাও করতে পারেনি। এতে সকলকেই হতাশ দেখা যায়।