ভালোবাসা দিবসে চুমুতে ছড়াতে পারে করোনা ভাইরাস! বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ২৩, ২০২১ আন্তর্জাতিক, স্বাস্থ শেয়ার করুন বন্ধুদের সাথে বিশ্ব এখন কাঁপছে মরনঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে। এই ভাইরাস অনেক বেশি ছোয়াচে! মুখের লালা থেকে ছড়ানোর আশংকা অনেক বেশি। সামনেই আসছে বিশ্ব ভালোবাসা দিবস। এইদিনে ঠোঁটে ঠোঁটে চুম্বন হয় প্রিয় মানুষদের সাথে যা ভাইরাস ছড়ানোর অন্যতম কারণ হতে পারে। তাই ডাক্তারদের পরামর্শ হল, এবছরের ভালোবাসা দিবসে চুম্বন এড়িয়ে চলাই ভালো। প্রেম দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন। তবে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই মুখে মাস্ক পড়ে চলাফেরা করুন। ইএনটি বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি কাশি থেকে তো অবশ্যই, মুখের লালারস থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। তিনি আরো বলেন, ভাইরাল অসুখের প্রকোপে অনেকের চোখ থেকে জল পড়ে। কোনও ভাবে তা যদি অন্যের সংস্পর্শে আসে তা থেকেও ছড়াতে পারে অসুখ। এমতাবস্থায় প্রেম দিবসে বেশি বাড়াবাড়ি না করাই শ্রেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...