
কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডে বসে ভিক্ষা করছেন এক ভিক্ষুক। এক সময় একটি নবজাতককে নিয়ে এলেনে এক নারী। ভিক্ষুককে ১০ টাকা ভিক্ষা দেন। তারপর ভিক্ষুকের কাছে আবদার করেন, বাচ্চাটিকে একটু রাখুন আমি একটু টয়লেটে যাবো।
নবজাতককে ভিক্ষুক নিজের কাছে রাখেন। কিন্তু সেই নারী আর ফিরে আসেনা। এভাবে আধা ঘন্টা পার হয়ে যায় তারপর পাশের এক ফার্মেসিতে গিয়ে ঘটনা খুলে বলেন সেই ভিক্ষুক। বর্তমানে সেই নবজাতক উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আছে।
হাসপাতাল সূত্র থেকে জানা যায়, নবজাতকটি মেয়ে এবং নবজাতকটির বয়স ছিলো মাত্র দুই দিন। ফার্মেসির মালিক আশরাফুল ইসলাম ভিক্ষুকের কাছ থেকে নিজের জিম্মায় নবজাতকটিকে রাখেন।
পরে তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানাকে সবকিছু জানান। ইউএনও তখন নবজাতকটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আশরাফুল ইসলাম বলেন, নবজাতকটির গায়ে শীতের কাপর ছিলো না। শুধুমাত্র পাতলা একটি কাপড় ছিলো। তিনি দ্রুত গরম কাপরের ব্যবস্থা করে দেন এবং হাসপাতালে গিয়ে দুধ কিনে দিয়ে আসেন। রাতেই থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) ও করেন।