
চীন বাংলাদেশের জন্য চীনের জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনের উদ্যোগে চীনা দূতাবাসের সহায়তায় ৩০,০০০ টেস্টিং রিএজেন্ট ইক্যুইপমেন্ট , ৩০,০০০ N-95 মাস্ক এবং ২,৭০,০০০ সার্জিক্যাল মাস্ক সহ চীনের কিছু চিকিৎসক আর মাত্র কয়েক ঘন্টার ভিতরেই চীনা একটি বিমানে করে বাংলাদেশে এসে পৌঁছাবে।
আজ সন্ধ্যা ৬ টায় চীনের এক বিশেষ বিমানে এই সরঞ্জামগুলো বাংলাদেশ এসে পৌঁছাবে।
One thought on “মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চীনের ভালোবাসা বাংলাদেশে এসে ল্যান্ড করবে।”
Comments are closed.