
সাধারণত আমরা যে মাস্ক ফার্মেসি থেকে কিনে ব্যবহার করে থাকি সেটিকে সার্জিক্যাল মাস্ক বলা হয়। অনেকেই আমরা জানি না এই মাস্ক কিভাবে ব্যবহার করতে হয়?
সুস্থতা এবং অসুস্থতা ভেদে এই মাস্কের ব্যবহার ভিন্ন রকমের হয়ে থাকে।
সুস্থ থাকলে : শুধু দূষণ থেকে রক্ষার জন্য মাস্কটির সাদা রংয়ের অংশটি সামনে রেখে পরতে হবে।
অসুস্থ হলে : জ্বর, ঠাণ্ডা, কাশি হলে নীল রংয়ের রেয়ার দেয়া অংশটি সামনে রেখে মাস্ক পরতে হবে।