
মুজিববর্ষ উপলক্ষে দেশের হত দরিদ্র ৬৮ হাজার ৩৮টি পরিবারের জন্য পাকা বাড়ি নির্মাণ করে দিবে সরকার। চলতি ও আগামি অর্থবছরে বাড়ি নির্মাণ করা হবে। এ জন্য বরাদ্দ প্রয়োজন ২ হাজার ৪০ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৬৮০ টাকা। এখানে প্রতিটি বাড়িতে খরচ হবে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা।
প্রাথমিকভাবে ত্রিশ হাজার পরিবারকে নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে নির্মাণ ও হস্তান্তর করা হবে।
চলতি (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বাজেটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির বিশেষ বরাদ্দ বাতিল করে ৩০ হাজার বাড়ি নির্মাণ খাতে প্রায় ৯০০ কোটি টাকা স্থানান্তরের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ প্রস্তাবে বলা হয়, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশের ৬৮ হাজার ৩৮টি গ্রামে একটি করে মোট ৬৮ হাজার ৩৮টি দুর্যোগ সহনীয় বাড়ি দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।