মোদিকে ফেসবুকে কটুক্তি করে কারাগারে যুবক বাংলায় নিউজ ডেস্ক জানুয়ারি ১৭, ২০২১ জাতীয়, রাজনীতি শেয়ার করুন বন্ধুদের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে কারাগারে গেলেন ময়মনসিংহের এক যুবক। বুধবার (৪ মার্চ) মুক্তাগাছা উপজেলা শহরের আটানিবাজার এলাকা থেকে তথ্য ও প্রযুক্তি আইনে পুলিশ এমদাদুল হক মিলন নামের ওই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ১৭ মার্চের মুজিব শত বর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর ঘটনায় এমদাদুল হক মিলন অনেকদিন ধরেই তার ফেসবুকে নানা ধরনের ব্যঙ্গ ও সরকারবিরোধী পোস্ট দিয়ে আসছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও নানা ব্যঙ্গ করে আসছিলেন এমদাদুল হক মিলন। এজন্য তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে বলে জানান মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। এমদাদুল হক মিলন আটানিবাজার মোড়ের মাঈশা মেডিসিন কর্নারের মালিক। তার বাড়ি উপজেলার কাশিমপুর গ্রামে। Facebook Comments বন্ধুদের সাথে শেয়ার করুন-Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)MoreClick to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Like this:Like Loading...