
মার্কিন যুক্তরাষ্ট্রে এবার একদিনেই ১৮৫৮ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ৮’শ এরও বেশি মানুষের। গত ৪ এপ্রিল করোনা ভাইরাসে সর্বোচ্চ ১৩৪৪ জনের মৃত্যু হয়েছিল।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্ত ৪ লাখ ৪১২ জন সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার আটশ ৫৪ জনে।
বর্তমানে এদেশে ৩ লাখ ৬৫ হাজার ৮’শ ৮৪ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
করোনায় সারাবিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৬৯১জন মানুষ। মারা গেছেন ৮২ হাজার ৭৪ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ১৫০জন।