
ভোলা-ঢাকা নৌ রুটে যাত্রীবাহী অ্যাডভেঞ্চার-৫ নামে একটি ওয়াটার ওয়েজে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক শিশু জন্মগ্রহণ করে। শিশুটির নাম রাখা হয় নাভিল। সন্তান জন্ম দেয়া শিশুটির বাবা-মাকে সুখবর দেয় অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ।
শিশুটির জন্মের পরই অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এই শিশুর বাবা-মা সহ পুরো পরিবার ঢাকা-ভোলা রুটে যতদিন যাতায়াত করবেন ততদিন কোনো ভাড়া লাগবে না। শুধু তাই নয়, তাদের জন্য ভিআইপি সিট ফ্রি । অ্যাডভেঞ্চার-৫ এর ভোলার ম্যানেজার মো. এনামুল হক সবুজ এ তথ্য নিশ্চিত করেন।