
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম মিথিলা এবং সৃজিত। বিয়ের পর থেকেই তারা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তু হচ্ছেন।
সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে তারা আবার ভাইরাল হয়েছেন। ফেসবুক পেজ ও গ্রুপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের এ ভিডিও এখন ভাইরাল।
ভিডিওতে দেখা যায় সৃজিত বলছে, মিথিলা আমাকে তিনটা নামে ডাকে- একটা হলো সৃজিত, একটা বো, একটা হলো আব্বু।
এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক থাকার পর মিথিলা সৃজিতের বিয়ে হয় গত ৬ ডিসেম্বর। বিয়ের আসর বসেছিলো কোলকাতায় সৃজিতদের বাড়িতে।
সেখানে মিথিলা ও সৃজিতের পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতি ছিলো। বিয়ের পরই তারা সুইজারল্যান্ডে যান হানিমুনে। এরপর থেকেই নানা বিষয়ে তারা আলোচনায় আসেন।