
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সেন্টমার্টিন ছেড়াদ্বিপের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত সেখান থেকে নৌবাহিনী ও কোস্টগার্ড ১৫ জনের মরদেরহ উদ্ধার করেছে। এছাড়া ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিণি এবং সেখানকার স্থানীয়রা বলছে, এরা সবাই রোহিঙ্গা নাগরিক। তারা ট্রলারে করে অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাচ্ছিলো।
সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার নাইমুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন কমপক্ষে ৬৭ জন। ট্রলারটিতে ১২০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।
তিনি আরো বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় বা বিস্তারিত এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা নাগরিক।