হিজড়াদের অত্যাচারে নবজাতকের মৃত্যু! কোলে তুলে দেড়ঘণ্টা উদ্দাম নাচ

হিজড়া

হিজরারা প্রায়ই সমস্যার সৃস্টি করে থাকে। যা জনজীবনে অনেকের ভোগান্তির স্বীকার করে তোলে। হিজরাদের বিরুদ্ধে তাই অনেকের অভিযোগের কোনো শেষ নেই। কারো বাড়িতে নবজাতকের

খবর পেলে তারা সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। সে বাড়িতে গিয়ে শুরু হয় বড় অংকের চাঁদাবাজি। ৫-১০ হাজার টাকার ডিমান্ড করে বসে। যা অনেক পরিবারের পক্ষে দেওয়া সম্বভ না।

টাকা না দিলে বাচ্চা কেড়ে নেওয়ার হূমকি দেয়। বাচ্চাকে নিয়ে নাচানাচি করে।  ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রামে, বাবা মায়ের আপত্তিকে উড়িয়ে দিয়ে অসুস্থ শিশুকে নিয়ে জোর করে নাচানোর ফলে শ্বাসকস্টে মৃত্যুবরন করে দেড় মাসের বাচ্চা। এই ঘটনায় তিনজন হিজড়াকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

ঝাড়গ্রামের শিলদায় নবজাতকের খবর পেয়ে শুক্রবারে চন্দন খিলারের বাড়িতে দলবল নিয়ে আসেন হিজড়ারা। নবজাতকের জন্য ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চন্দন খিলার রাজি না হওয়ায় তার

উপর চড়াও হয় হিজড়ারা।  বাবা মায়ের আপত্তিকে উড়িয়ে দিয়ে সুমন খিলার নামের ছোট্ট শিশুটিকে নিয়ে তারা উদ্দ্যাম নৃত্যে মেতে উঠেন। এরপর অসুস্থ হয়ে যায় শিশুটি। এরপর শিশূটিকে নিয়ে শিলদা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে পরবর্তীতে পাঠানো হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালে। সেখানে শিশুটিকে মৃত ঘোষনা করা হয়।

জানা গেছে, সুমন নামে ওই শিশুটির হার্টের সমস্যা ছিল। শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে যায় গোটা গ্রামে। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।

ইতোমধ্যেই ৩ হিজড়াকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

করোনা ভাইরাস
আন্তর্জাতিক

মাস্কে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনা ভাইরাস

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে আমরা একের পর এক পন্থা অবলম্বন করে যাচ্ছি। সাবান দিয়ে হাত ধোয়া, গ্লভসের ব্যবহার এমনকি অনেকেকে ডাক্তার না হয়েও পিপিই পরে ঘুড়তে দেখা যায়। এছাড়াও সবাই এখন মাস্ক ব্যবহার করছে। মাস্ককে আপাতত সবাই নিরাপদ মনে করছে। কিন্তু হংকং এর একটি বিজ্ঞানী গবেষনায় উঠে এলো ভিন্ন চিত্র। তারা বলছে মাস্কে সাতদিন পর্যন্ত […]

Read More
ইতালি মৃত
আন্তর্জাতিক স্বাস্থ

ইতালিতে করোনা ভাইরাসে আরও ৬৬২ মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে  ৮ হাজার ১৬৫ জনের। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে  ৬ হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি […]

Read More
চীনা সামগ্রী
আন্তর্জাতিক

চীন থেকে ‘ভালোবাসার নৌকা’ করে এসেছে করোনা শনাক্তকরণ কিট-পিপিই

চীন থেকে করোনাভাইরাস শনাক্তের কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুনমিং থেকে বিশেষ এক প্লেনে কিটগুলো এসে পৌঁছায়।। যার গায়ে লেখা- ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’। এর আগে চীনা দূতাবাস জানিয়েছিল, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে করে কিট ও […]

Read More